হাইব্রিড ঢেঁড়স বীজ থেকে উৎপন্ন ঢেঁড়স হয় নরম, সবুজ এবং বাজারে চাহিদাসম্পন্ন। এই জাতটি কম সময়ে ফসল দেয় এবং পাতা ঝলসানো রোগ ও ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সক্ষম। গ্রীষ্মকালীন সবজি হিসেবে এটি বাংলাদেশের কৃষকদের মধ্যে জনপ্রিয়। ঢেঁড়স চাষে কম ইনপুটে বেশি লাভ পাওয়া যায়।
১ একর জমিতে ৩৫০-৪০০ গ্রাম বীজ প্রয়োজন। প্রতি গর্তে ২-৩টি বীজ বপন করুন এবং গাছ বড় হলে আগাছা পরিষ্কার রাখুন।
Reviews
There are no reviews yet.